রক্তের গ্রুপ প্রধানত তিনটি।
এ, বি এবং এবিও কিন্তু গঠনগত দিক থেকে ভাগ করলে রক্তের গ্রুপ দাঁড়ায়
এ গ্রুপে (পজেটিভ +- নেগেটিভ) , বি গ্রুপের (পজেটিভ+- নেগেটিভ), ও গ্রুপের (পজিটিভ +- নেগেটিভ) এবং এইবি গ্রুপে (পজেটিভ +- নেগেটিভ)
এই পজেটিভ আর নেগেটিভ গুলোকে সাধারণত আরএস ফেক্টর বলা হযে থাকে। যা রক্তের গ্রুপ পজেটিভ এবং নেগেটিভ নির্ণয় করতে সাহায্য করে । এই পজিটিভ বা নেগেটিভ এর উপরে ভিত্তি করে আমরা থাকি ব্লাড গ্রুপ পজেটিভ বা নেগেটিভ নির্ণয় করে থাকি
ফলে দাঁড়ায় এ পজেটিভ বা নেগেটিভ, বি পজেটিভ বা নেগেটিভ, ও পজেটিভ বা নেগেটিভ এবং এবি পজেটিভ বা নেগেটিভ।