শরীরের কোন অংশ বিশেষ করে পা এবং হাত ঝিমঝিম করে নার্ভের ভিটামিনের অভাবে। এক্ষেত্রে বয়স একটা বড় কারণ। আবার অনেক রোগের ক্ষেত্রে ডায়াবেটিস থাকলে এই সমস্যা হয়। তাই নার্ভের ভিটামিন সেবন করলে এই সমস্যাটি ধীরে ধীরে দিয়ে কাটিয়ে উঠা যায়। নার্ভের ভিটামিনের জন্য সাধারণত আমরা
ভিটামিন ডি ও ভিটামিন বি১,বি৬ ও বি১২ সেবন করতে পারি। সে ক্ষেত্রে
ক্যাপসুল ভিটামিন ডি(৪০০০০ আই ইউ)
প্রতি সপ্তাহে একটি -ছয় সপ্তাহ
এবং
ট্যাবলেট নিউরোব বি
সকালে ও রাতে -এক মাস খেতে পারি।
তবে অনেক রোগীর স্টোকের জন্যও এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নেওযার প্রয়োজন পরে