চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর।
বন্দর এলাকার সাধারণ প্রবেশ নিষিদ্ধ, তবে পতেঙ্গা বোট ক্লাব, বাটালি হিল এবং Naval Avenue থেকে বন্দর ভিউ দেখা যায়।
সন্ধ্যাবেলায় বন্দরের আলো আর জাহাজের চলাচল একসাথে দেখতে দারুণ লাগে।
অনেকে পতেঙ্গা বোট ক্লাবে বসে চা খেতে খেতে জাহাজ দেখা উপভোগ করেন।