একজন ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে ফ্রি সাইটে শুরু করা উচিত। যেখানে ফ্রিতে আপনি ওয়েব ডেভেলপ শিখতে পারবেন। কোন কোন সাইটে শুরু করা উচিত? আপনি প্রথমে Wapkiz.com/Wapaxo.com এ শুরু করতে পারেন। তারপর Xtgem.com এ যেতে পারেন। তারপর Wapka.org, তারপর আপনি একজন ভালো ডেভেলপার হয়ে উঠতে পারবেন। এরপর, পেইড সাইট যেমন WordPress.com & Bloggers.com এ শুরু করতে পারেন। এখানে আপনি domain & hosting কিনে ব্লগ সাইট তৈরি করতে পারেন। ১০-১৫টা আর্টিকেল সাবমিট করবেন তারপর গুগল অ্যাডসেন্স এ রিকুয়েষ্ট পাঠাবেন। অ্যাপ্রুভ হলে আয় করতে পারবেন।