চা এর বেশি স্বাদ থাকায় বাংলাদেশে চা এত জনপ্রীয় হলো। বাংলাদেশের সিলেট,চট্টগ্রামে বেশি চা উৎপন্ন হয়। বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা উৎপন্ন হচ্ছে। প্রথম যখন চা বাংলাদেশে আসে তখন তা ফ্রিতে ছিল। তারপর ১টাকা থেকে ২টাকা, ২টাকা থেকে ৩টাকা এভাবে বর্তমানে ৫টাকায় চা পৌছিয়েছে। বর্তমানে চায়ের সাথে দুধ মিলিয়েও খাওয়া হচ্ছে। মানুষের চা খেতে খেতে এমন প্রিয় হয়েছে যে চায়ের দাম প্রচুর হলেও তারা কিনে খাবে।