বাংলাদেশের আইন অনুযায়ি শিশুশ্রম ১৩ বছর পর্যন্ত নিশিদ্ধ। ১৪-১৮ বছরের শিশুদের হালকা কাজে নিয়োগ দেয়া যাবে যাতে আইন অমান্য না হয়। তবে শিশুদের ১৮ বয়স থেকেই কাজে দেয়া ভালো। কারণ এই বয়সে তারা নাবাল্যক থেকে সাবাল্যক হয়। তবে আমার মতে, শিশুদের কাজে লাগানো উচিত নয়। তাদের পড়াশোনা করিয়ে শিক্ষিত করাই বেশি ভালো। তবে পরিবারের সামর্থ্য না থাকলে তো কাজে যেতেই হবে। তবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করলে শিশুটি পরিবারকে সাহায্য করতে পারবে আর পড়তে পারবে। পড়াশোনা করে শিক্ষিত হতে পারলে সে চাকরি করতে পারবে। আর অনলাইনে কাজ করে আয় করতে পারবে, ফ্রিল্যান্সার হয়েও প্রচুর আয় করতে পারবে। সে দেশের অর্থনৈতিক উন্নতিসহ পরিবারকে সুখে রাখতে পারবে।