আমার মতে বর্ষাকালে হাঁস পালন করা ভালো হবে আর বর্ষাকালে এটি রকোন রোগ হবে না। হাঁসেরা পানিতে থাকতে পছন্দ করে। আর পানিতে এদের কোনো প্রকার রোগ হয় না। অপরদিকে, মুরগি গ্রীষ্মকালে পালন করা ভালো। তখন বৃষ্টি থাকে না। বর্ষাকালে বৃষ্টিতে মুরগিন ঠান্ডা লাগতে পারে ও মুরগি মরে যেতে পারে।