জ্বী, ইনকুবেটরের মাধ্যমে
আসলেই ডিম দিয়ে বাচ্চা
ফুঁটানো সম্ভব। আমি
নিজেই অনেক বাচ্চা
ফুঁটিয়েছি। কীভাবে
বাচ্চা ফুঁটাবো? আপনি
"বিসমিল্লাহ ইনকুবেটর"
থেকে ইনকুবেটর তৈরির
জিনিস কিনতে পারেন।
তারপর ইউটুবে দেখে নিজে
তৈরি করবেন। তবে তৈরি
করতে না পারলে আপনি
তৈরি করা ইনকুবেটরও
কিনতে পারেন। আপনি যদি
নরমাল ইনকুবেটর কিনেন
তাহলে ৪ ঘন্টা পর পর ডিম
উল্টোদিকে ঘুরিয়ে দিতে
হবে। তবে বেশি দামি
ইনকুবেতরে অটোমেটিক
ডিম ঘুরে যাবার সিস্টেম
থাকে। মুরগির দিম ২১
দিনে আর হাঁসের দিম ২৮
দিনে ফোঁটে। বিঃদ্রঃ এর
জন্য আপনার বীজ ডিমের
দরকার হবে। সকল দিম
দিয়ে বাচ্চা ফোঁটে না।