অটিজম হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এটিকে মানসিক রোগ বলা যাবে না, এটি সম্পূর্ণ ভুল! তবে এই ধরনের শিশুদের ভালোভাবে যত্ন নিলে তারা অন্যান্য শিশুদের মতোই সুস্থ হয়ে উঠবে। অটিজমে আক্রান্ত শিশুদেরকে "অটিস্টিক শিশু" বলা হয়। অটিজমে আক্রান্ত শিশুদের ৪টি বৈশিষ্টঃ
১. তারা শারীরিক ভাবে সুস্থ।
২. তারা লেখাপড়া করতে পারে।
৩. এক কাজই বারবার করতে পছন্দ করে। দৈনিক রুটিন পাল্টে গেলে উত্তেজিত হয়।
৪. গণিত, গান করা ইত্যাদি বিষয়ে খুব পারদর্শী।