পবিত্র কোরআনে মোট সূরা ১১৪টি। সূরা ইখলাস ৩বার পড়লে কোরআন একবার খতম দেয়ার সওয়াব পাওয়া যাবে। সূরা ইখলাস কে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়। তাই এই সূরাটি ৩বার পড়লে একবার কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। এই কথা মহানবি (সাঃ) নিজেই বলেছেন যে ৩বার সূরা ইখলাস পড়লে ১বার কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়।