বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। অনেক লক্ষ মানুষ ডেঙ্গুর কারণে মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গু থেকে বাঁচতে হলে দিনে ২ থেকে ৩টি কয়েল জ্বালিয়ে রাখুন। সন্ধ্যার সময় ধুপ এর ধোঁয়া দিন। রাতে মশারির টানিয়ে ঘুমান। এডিস নামক মশার কামরে ডেঙ্গু হয়। ডেঙ্গু রোগের বাহক মশাকে খুব সহজেই চেনা যায়। এদের শরীর সাদা-কালো রঙের হয়ে থাকে। তাই যথাসম্ভব নিজেকে মশার কামড় হতে রক্ষা করুন।