ইংরেজি একটি কঠিন বিষয়। আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলি, তেমনি United States And United Kingdom এর মানুষরা তাদের মাতৃভাষা ইংরেজি তে কথা বলে। ইংরেজি international language. সকল দেশের মানুষ তাদের ভাষার সাথে এই ভাষাটি শিখছে। যেকোনো দেশে গেলেই মানুষ এই ভাষার মাধ্যমে কথা বলতে পারবে। আপনার মাতৃভাষায় যদি অন্য দেশে গিয়ে কথা বলেন তাহলে কী তারা বুঝবে? তাই এই ভাষা সকল মানুষ শিখছে। যাতে অন্য দেশে ভ্রমন করতে গেলেও তাদের কষ্ট না হয়। কীভাবে ইংরেজি ভাষা খুব সহজেই বলতে পারবেন? সর্বপ্রথমই আপনাকে ইংরেজি শব্দ গুলোর অর্থ বুঝতে হবে। আপনি যেটা বলছেন সেটা সঠিক কিনা এজন্য আপনাকে শব্দগুলোর অর্থ জানা বাধ্যতামূলক। আপনি ইংরেজির সকল শব্দগুলোর তালিকা তৈরি করুন। প্রতিদিন সেগুলো হালকা হালকা চর্চা করুন। এছাড়া আপনি google translate থেকে বাংলা টু ইংরেজি সিলেক্ট করে আপনার বলা বাংলা লেখা গুলো ইংরেজিতে অনুবাদ করতে পারবেন।