স্থায়ী নার্সারিতে প্রতি বছরান্তে চারা উত্তোলন করার সুবিধা থাকে | বাণিজ্যিক ভিত্তিতে চারা উৎপাদনের জন্য স্থায়ী নার্সারি প্রতিষ্ঠা করা হয় | সাধারণত স্থায়ী নার্সারির জন্য উর্বর ভূমি নির্বাচন করা হয় | নির্দিষ্ট মাপের বেড তৈরি করতে হয় এবং ব্যবহৃত পলিব্যাগের আকার নির্দিষ্ট করতে হয় | চারাগাছকে রক্ষা করতে বেড়া নির্মাণ করতে হয় | এক্ষেত্রে ইটের দেয়াল, কাঁটা তারের বেড়া ব্যবহার করা যেতে পারে | স্থায়ী নার্সারিতে পর্যাপ্ত পানির জন্য সেচের ব্যবস্থা রাখতে হবে | প্রয়োজনে নালা খনন করতে হবে | স্থায়ী নার্সারিতে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সর্বাপেক্ষা শ্রেয় | কম্পোস্ট স্যার তৈরির ব্যবস্থা রাখা উচিত স্থায়ী নার্সারিতে |