বর্তমান বিশ্বে যতগুলো সার্চ ইঞ্জিন কোম্পানি আছে তাদের মধ্যে গুগল সবার উপরে রয়েছে। এছাড়াও বিশ্বের সেরা ১০ টি কোম্পানির মধ্যে গুগল অন্যতম।
তবে গুগল একদিনে এত বড় কোম্পানি হয় নি। ৯০ এর দশকে গুগল তার কার্যক্রম শুরু করে।
গুগল কোম্পানিটি প্রতিষ্ঠা করেন ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন নামে দুুই ব্যাক্তি।
এই দুইজনকেই গুগলের প্রতিষ্ঠাতা ধরা হয়।