মাইটোকন্ড্রিয়া ATP (অ্যাডেনিন ট্রায় ফসফেট) উৎপাদনের জন্য বিশেষায়িত অঙ্গাণু।
প্রকৃত জীবকোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের 'পাওয়ার হাউস' বা শক্তি ঘর বলা হয়।
এ অঙ্গাণুতে কোষের বিভিন্ন কাজ যেমন ক্রেবস্ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে।
দ্রিস্তরবিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজম যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গণুকে মাইটোকন্ড্রিয়া বলে।
কার্ল বেন্ডা ১৯৯৮ সালে এ অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন।