বৃক্ক (kidney) দেহের মধ্যে উৎপাদিত তরল বর্জ্যের প্রায় ৯০ শতাংশ দেহের থেকে নির্গত করে। আর বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে বর্জ্য রক্ত থেকে পরিশোধন হয়ে দেহের বাইরে বের হতে পারে না।
আর এই বর্জ্য দিনে দিনে জমতে জমতে বৃক্কে পাথর হয়ে যায়।
এছাড়াও পানি কম খাওয়ার করণেও বৃক্কে পাথর হয়। মূলত বৃক্কের কাজ কমতে থাকলেই বৃক্কে পাথর হয়।