দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
উদাহরণ:- HCl অণুতে একটি ইলেকট্রন যুগল উভয় পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে। একে শেয়ারকৃত ইলেকট্রন যুগল বলে। কিন্তু গড়ে এ ইলেকট্রন H পরমাণু অপেক্ষা Cl পরমাণুর নিকটে অধিক আকৃষ্ট হয়। এর কারণে Cl পরমাণু H অপেক্ষা শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অধিকতর আকৃষ্ট করে। আর এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে।