বিউটেন হলো একটি জৈবযৌগ। এটি চার কার্বণ বিশিষ্ট একট জৈবযৌগ। বিউটেনকে সধারণত সবাই প্যারাফিন বলে। এর কারণ হলো বিউটেন এ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন বন্ধনসমূহ অত্যন্ত শক্তিশালী হওয়ায় বিউটেন সাধারণত নিষ্ক্রিয় হয়। ফলে এটি সাধারণত তীব্র এসিড, ক্ষারক ও জারক বা বিজারক পদার্থের সাথে বিক্রিয়া করে না। আবার প্যারাফিন ল্যাটিন শব্দ। যার অর্থ নিষ্ক্রিয় বা আকর্ষণ নেই। তাই বিউটেনকে প্যারাফিন বলে।