ধাতব কেলাসে ধাতু পরমাণুসমূহ একত্রে পাশাপাশি অবস্থান করে। সকল ধাতুরই শেষ কক্ষপথে কম সংখ্যক ইলেকট্রন থাকে। তাই ধাতব কেলাসে এই খন্ডে মুক্ত ভাবে চলাচল করে। ফলে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে বা ধাতব খন্ডকে ব্যাটারির সাথে যুক্ত করে বর্তনী পূর্ণ করলে সহজেই বর্তনীর ঋণাত্মক প্রান্ত থেকে মুক্ত ইলেকট্রন সমূহ ধনাত্মক প্রান্তের দিকে চলাচল করবে। আর এর ফলে বিদ্যুৎ পরিবাহিত হবে। আর উক্ত নিয়মে ধাতু বিদ্যুৎ পরিবহন করে।