ওয়েব সিরিজ 'ফোর মোর শটস' এর ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এক সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেণ ভারতীয় বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত। খুব সাম্প্রতিক এক মতবিনিময় সভায় তিনি বলেন, শুটিং শেষে পরিচালক 'কাট' বলার পরেও চুমু দেওয়া বন্ধ করেণনি এক সহ-অভিনেতা। তার সঙ্গে চালিয়ে গেছেন চুমুর দৃশ্য।
গোয়ার এক সমুদ্র সৈকতের ওয়েব সিরিজের এই ঘনিষ্ট দৃশ্যের শুটিং হয়। সেখানে সায়নীকে ৭০ জন পুরুষের সামনে ছোট জামা পরে শুটিং করতে হবে। এই শুটিংয়ের অংশ হিসেবে ছিল ওই চুমু খাওয়ার দৃশ্য।
সেই দৃশ্যের অভিনয়কালে শুটিং শেষ হয়ে গেলে, পরিচালক কাট বললেও চুমু দেওয়া বন্ধ করেননি সেই সহ-অভিনেতা। - মন্তব্য সায়নীর।
সায়নী আরো বলেন যে, ঘনিষ্ঠ দৃশ্য করা কঠিন নয়, যদি সেটা নিয়ম মেনে হয়। কিন্তু এই নিয়মের বাইরে অনেক অভিনেতা সুযোগ নিয়ে থাকেন। ঠিক সেই কাজটিই হয়েছে তার সাথে। সহ-অভিনেতা এখানে সুযোগ নিয়েছেন।