বাংলাদেশ এর অভিনয় জগতের একটা পরিচিত নাম নুসরাত ফারিয়া। যারা একটু সিনেমা দেখে থাকেন তারা নুসরাত ফারিয়া কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। বাংলাদেশ এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গেও তিনি কাজ করেছেন। অভিনয় এর পাশাপাশি গানও গেয়ে থাকে।
২০২০ সালের মার্চের দিকে নুসরাত ফারিয়া পারিবারিকভাবে রনি রিয়াদ রশীদ এর সাথে আংটিবদল করেছিলেন। জানা যায় যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্ক ছিল প্রাই ১০ বছরের। কিন্তু আংটিবদল হলেও সেই সম্পর্কটা আর বিয়ের দিকে যায় নি। আংটি বদলের বছর খানেক পরেই এই অভিনেত্রী জানান যে, তাদের মধ্যে এখন আর কনো সম্পর্ক নেই। তাদের আর বিয়ে হবে না। তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এর পর থেকেই নুসরাত ফারিয়া একাকী জীবনযাপন করছেন। এখন ও পর্যন্ত কনো সম্পর্কের কথাও তিনি জানান নি।
কিছুদিন আগেই সাংবাদিকদের একটি সাক্ষাৎকারে তিনি রনির সাথে বিচ্ছেদ এর কারণ সম্পর্কে বলেন। তিনি বলেন যে ১০ বছর ধরে প্রেম করেছি আমরা। কিন্তু শেষের দিকে সম্পর্কে তেমন ভালবাসা ছিল না। সম্পর্কে ফাটল ধরেছিল। দুজনের কেউই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করিনি। তারপরে তিনি এখন নতুন জীবন শুরু করেছেন । তার এখন একটা পরিবার হয়েছে। আমিও এখন ভালই আছি।
বিয়ের জন্য কেমন পাত্র চান নুসরাত ফারিয়া?
সাংবাদিকদের এক প্রশ্নে তাকে জিজ্ঞাস করা হয় যে , বিয়ের জন্য তার কেমন পাত্র পছন্দ? উত্তরে তিনি বলেন যে, সামনে যে নতুন মানুষটা তার জীবনে আসবে তাকে অবশ্যই তার থেকে বেশি শিক্ষত হতে হবে। তাকে অবশ্যই ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে। তাকে হতে হবে স্মার্ট ও বিচক্ষন। নারীদের সম্মান করতে হবে। মানুষ হিসেবে একজন ভাল মানুষ হতে হবে।
তার দেওয়া বর্ণনা মতো কনো মনের মানুষ পেয়ে গেলে দেরি করবেন না নুসরাত ফারিয়া। সরাসরি বিয়ে করে নিবেন তিনি।