রাজশাহী বিভাগ আম ও লিচুর জন্য বিখ্যাত। রাজশাহী অঞ্চলের মাটি আম ও লিচুর জন্য অনুকূল হওয়াতে এসব অঞ্চলে আম ও লিচুর বাম্পার ফলন দেখা যায়।বাংলাদেশে প্রায় এক হাজার জাতের আম রয়েছে যার মধ্যে কিছু আমের জাত আছে যেগুলো অঞ্চলভেদে অধিক ফলন দেয়। রাজশাহী অঞ্চলের বিখ্যাত আমের জাতগুলো হলো মোহনভোগ, রাজভোগ, ক্ষীরভোগ, ফজলি, গোবিন্দভোগ, হাঁড়িভাঙা ইত্যাদি। এছাড়াও লিচু উৎপাদনের অনুকূল আবহাওয়া বজায় থাকে বিধায় রাজশাহী অঞ্চলে লিচুর উৎপাদন ভালো হয়।