সাধারণত মিশরকে পিরামিডের দেশ বলা হয়,
খ্রিস্ট পূর্বে মিশরীয়রা ইট বা পাথর দিয়ে এই স্থাপনা তৈরি করেছিলো,
বতর্মান বিশ্বে পিরামিডের সংখ্যানুপাতে হয়তো সুদানে মিশরের চেয়েও বেশি পিরামিড রয়েছে,
কিন্তু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত,
তাছাড়াও অনেক আগে থেকেই মিশরকে পিরামিডের দেশ বলা হয় তো এখনো তার ব্যাতিক্রম নয়।
নোট : সুদান একটা সময় মিশরের ই অংশ ছিল,
১৯৫৩ সালে মিশর ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি অনুযায়ী, ১৯৫৬ সালের ১ জানুয়ারি সুদানকে 'সুদান প্রজাতন্ত্র' নামে স্বাধীনতা দেওয়া হয়।