নিচে প্রতিটা লাইন এর বোধগম্য বাংলা অর্থ দেয়া হলোঃ
১। ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই।
= ধন (সম্পদ) দেখলে মেয়ে কিন্তু মনকে চিনলি না।
২। সোনাকে চিনলু বানাকে চিনলু মনীষো চিনলু নাই।
= সোনা দানা চিনলি কিন্তু মানুষ চিনলে না।
৩। ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু
= আমার কাছে ধন ( সম্পদ) নাই বলে মেয়ে তার সাথে চলে গেলি!
৪। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানিনা পারিলু।
= ধন-সম্পদ আছে কিন্তু মন নেই তার, তুই জানতে পারলি না।
৫। গোটে দিনো মিশা যোগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু।
= একটা দিন ও অপেক্ষা করলি নাহি, কত বড় কাণ্ড করে দিলি।
৬। মুই গা যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু।
= আমি বেড়াতে গিয়ে এসে দেখি আমায় কেমনে ভুলে গেলি
৭। মুছি ছি ছি ননী ছি ছি ছি
= ছি ছি ছি মেয়ে ছি ছি ছি
মূলত এই গানে দুঃখের কথা বোঝানো হয়েছে। এখন আমাদের সমাজে এই গানটিকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে। কিন্তু এই গানটি আসলে একটি দুঃখের গান যেটা আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে। এটা কোন কোম্পানির তৈরি করা গান না এটা একটি সাধারণ মানুষেরই গান, যেটা দুঃখ কে কেন্দ্র করে বলা হয়েছে। তাই সবাই এই গানটি কে নিয়ে বেশি ট্রল করবেন না।
সবাই সবার ভাষাকে সম্মান করতে শিখি। কারণ অঞ্চল ভেদে ভাষার বিভিন্ন থাকতেই পারে তাই বলে এত ট্রল করার কোন কারণ নেই।