যদিও "something is better than nothing" এই কথাটিকে আমযা বিভিন্ন অর্থে জানি। কেউ হয়ত "নেই মার চেয়ে কানা মা ভালো" আর কেউ হয়ত "নেই মামার চেয়ে কানা মামা ভালো" জানি। কিন্তু এর প্রকৃত অর্থ "কোন কিছু না থাকার চেয়ে কিছু থাকাও ভালো।"
এই কথাটির দ্বারা বোঝানো হয় আপনার যদি কোনো কিছুই না থাকে তার চেয়ে অল্প কিছু থাকাও ভালো।
একজন সাধারণ মানুষ অল্প কিছু জিনিস নিয়েই শান্তিতে থাকে।
কিন্তু লোভীরা আরও বেশি পেতে চায়। আর এই লোভের কারণেই তার সব হারায়।
তাই বলা হয়েছে something is better than nothing.