পিপড়ার হুলে থাকে ফরমিক এসিড। যেটা শরীরে প্রবেশ করলে ওই যাইগায় জ্বালা যন্ত্রনা শুরু হয়ে যাই। আর ফলশ্রুতিতে দেহের ওই নির্দিষ্ট স্থান ফুলে ওঠে।
পিপড়া যখন আমাদের শরীরে কামড় দেয় তখন তারা আমাদের শরীরে হুল ঢুকিয়ে দেয়। ফলে ওই ফরমিক এসিড আমাদের শরীরে প্রবেশ করে। আর জ্বালা যন্ত্রনা শুরু হয়। আর সাথে সাথে ওই জাইগাটা ফুলে যাই। তবে এই ফোলাটা দীর্ঘস্থায়ী নয়। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যাই।
তবে যদি বিষ পিপড়া কামড় দেয় তাহলে একটু বেশি সময় ধরে ফুলে থাকতে পারে।