কর্ণফুলী নদীটা চট্টগ্রামে আছে। এটা যেন পাহাড় থেকে নেমে আসা এক লম্বা সাপের মত নদী।
সে অনেক দূর ঘুরতে ঘুরতে, গান গাইতে গাইতে, খেলতে খেলতে চলে যায়। আর শেষে গিয়ে সে লাফ দিয়ে মিশে যায় একেবারে বড়সড় সমুদ্রে—যেটার নাম বঙ্গোপসাগর!
মানে কর্ণফুলী নদী শেষমেশ গিয়ে সেই বিশাল নীল জলের মধ্যে হারিয়ে যায়, যেন মা’র কোলে গিয়ে লেপ্টে আছে।