চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাটহাজারী এলাকার পাশে । 
এটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি জায়গা । 
এখানে প্রায় ১৫০০ প্রজাতির গাছ আছে, যার মধ্যে অনেক বিরল গাছও রয়েছে । 
সকালবেলা হাঁটার জন্য একদম আদর্শ স্থান। 
প্রবেশ ফি প্রায় ২০ টাকা।
চারপাশে পাহাড়, পাখির ডাক আর পরিষ্কার বাতাস — শহরের কোলাহল থেকে পালানোর জন্য অসাধারণ জায়গা। পরিবারসহ ঘুরতে আসলে পিকনিকও করা যায়। অনেক বায়োলজি ছাত্র এখানে এসে গবেষণার জন্য গাছের ছবি তোলে।