পারকি বিচ কর্ণফুলী নদীর মোহনার অপর পাশে অবস্থিত। 
এখানে একদিকে নদী, অন্যদিকে সমুদ্র—এই ইউনিক দৃশ্যটাই মূল আকর্ষণ। 
চট্টগ্রাম শহর থেকে ফেরিতে বা সড়কপথে যাওয়া যায়। 
সৈকতের পাশেই ছোট কটেজ ও খাবারের দোকান আছে। 
এখানে সূর্যাস্ত ও জাহাজ দেখা একসাথে করা যায়।