সোজা কথায় ক্রয় মূল্যের থেকে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হবে।
উদাহরণ এর সাহায্যে পরিষ্কার ভাবে বুঝে নিন:
আপনি একটা খাতা ১০০ টাকায় ক্রয় করেছেন। এখন এই ১০০ টাকা হলো আপনার ক্রয়মূল্য। এখন আপনি ১২০ টাকায় খাতাটা বিক্রি করে দিলেন। এখন এই ১২০ টাকা হলো আপনার বিক্রয়মূল্য।
এখন বলুন এখানে আপনার লাভ হয়েছে না-কি ক্ষতি হয়েছে?
আমি বলে দিচ্ছি। যেহেতু আপনি ১০০ টাকায় ক্রয় করে ১২০ টাকায় বিক্রি করেছেন, অর্থাৎ আপনার এখনে লাভ হয়েছে।
পরিশেষে আমরা বলতে পারি যে, ক্রয়মূল্যের থেকে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হবে।