যখন আপনি রাসায়নিক পদাথ দিয়ে তড়িৎ কোষ তৈরী করতে যাবেন তখন সেখানে বিদ্যুৎ পরিবহন করে এমন দুটি দন্ড নিতে হয় যার একটি ইলেকট্রন গ্রহণ করে আর অপরটি সেই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে । এসব দন্ডদুটিকে তড়িৎদ্বার বলা হয় । অথাৎ যেসব দ্বার বা দন্ডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ।