যেসব পদাথকে তাপ দিলে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেসব পদাথকে উধ্বপাতিত পদাথ বলে । কপুর বা নিশাদলও ঠিক সেরকমই একটি পদাথ । এটিকে তাপ দিলে সরাসরি বাস্পে পরিণত হয় আর তাপ হ্রাস করলে অথাৎ ঠান্ডা করা হয়ে পুনরায় কঠিনে পরিণত হয় তাই নিশাদল কে উধ্বপাতিত পদাথ বলে