chat gtp এর পূণরূপ হলো generative pre trained transformar । এটি ওয়েবসাইটের দ্বারা পরিচালিত একটি অ্যাপস । আপনি যখন কোনো প্রশ্নের উত্তর খুজতে সেখানে অনুসন্ধান করবেন তখন সেখানে তারা ফলাফলটি খুজে এর সঠিক উত্তর আপনার সামনে আপনি যে ভাষায় পেতে চান সে ভাষায় আপনার সামনে তুলে ধরবে । তবে এটি থেকে সব সময় যে সঠিক আর নিভুল উত্তর পাবেন তা কিন্তু নয় । কিছু কিছু সময় ভুয়ো তথ্য দিয়ে থাকে । যদি আপনি সঠিক উত্তর জেনে থাকেন তাহলে তা প্রদান করে সংশোধন করাতে পারবেন ।