কোথায় দেখলেন বাংলাদেশে তুষার পাত হয় ?
বাংলাদেশে কোনো তুষারপাত হয় না । প্রধানত শীতপ্রধান দেশগুলোতে তুষারপাত হয় আর বাংলাদেশের জলবায়ু গরম । শীতকালে সবনিম্ন ১০ বা ২০°C পযন্ত আসে আর বরফ জমে ০° এর কম তাপমাত্রায় । তাই বাংলাদেশে তুষারপাত হওয়ার কোনো চান্জ নেই