ফেসবুক পেজে বেশি ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো:-
১. মানসম্মত কন্টেন্ট প্রকাশ।
সর্বপ্রথম আপনাকে আপনার পেজে মান সম্মত কন্টেন্ট প্রকাশ করতে হবে। কারণ যদি আপনার কন্টেন্ট মানুষের কোন উপকারে না আসে বা তারা এখান থেকে কোন আনন্দ না পায় তাহলে তারা আপনার পেজ ফলো করবে না।
মানুষ ভিডিও দেখে দুটি কারণে।
১. কোন বিষয় জানার জন্য।
২. এন্টারটেইনমেন্ট এর জন্য। এখন আপনার ভিডিও যদি দুটোর একটাও যদি না হয় তাহলে কেউ আপনার পেজ ফলো করবে না।
২. স্টোরি টেলিং।
আপনার পেজে প্রকাশ করা ভিডিওতে গল্প বলতে হবে। আসলে গল্পের মতো করে আপনার ভিডিও মানুষের সামনে উপস্থাপন করতে হবে।
এই পদ্ধতি অনেক কার্যকর। গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। এতে আপনার ভিডিও মানুষ দেখবে। এর সাথে আপনার পেজে ফলোয়ার বাড়বে।
বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই পদ্ধতি অবলম্বন করে।
৩. নিয়মিত কন্টেন্ট প্রকাশ।
একটা পেজকে বড় করার জন্য নিয়মিত কন্টেন্ট প্রকাশ করা আবশ্যক। নিয়মিত কন্টেন্ট প্রকাশ করলে এলগরিদম আপনার পেজকে বুস্ট করবে। আর আপনার পেজ মানুষের পৌছাবে। এতে আপনার ভিডিও মানুষ দেখবে। আর আপনার ফলোয়ার বাড়বে।
শেষ কথা : আপনি যদি কোন কাজ না করে এমনি এমনি ফলোয়ার বাড়বে চান তাহলে সেটা আপনার এবং আপনার পেজ দুটোর জন্যই ক্ষতিকর। কারণ শুধু ফলোয়ার দিয়ে আপনার ইনকাম হবে না৷ সাথে আপনার ভিডিওতে ভিজটরও থাকা লাগবে। তাই নিয়মিত এবং ভালো ভাবে কাজ করুণ। সফলতা আপনার পেছনে দৌড়াবে।