সাধারণত ফেসবুক পেজ দুইভাবে মনিটাইজেশন করে।
১. লং ভিডিও মনিটাইজেশন।
২. শর্ট ভিডিও মনিটাইজেশন।
১. লং ভিডিও মনিটাইজেশন।
বড় ভিডিও অর্থাৎ ৯০ সেকেন্ডের থেকে বড় ভিডিও। এখান থেকে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। এতে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ৫০০০ হাজার ফলোয়ার থাকা লাগবে। আর সর্বশেষ ৯০ দিনে ৬০,০০০ মিনিট (১০০০ ঘন্টা) ওয়াচ টাইম এবং কমপক্ষে ৫ টি সক্রিয় ভিডিও থাকা লাগবে।
এই শর্ত পূরণ করতে পারলে আপনি লং ভিডিও মনিটাইজেশন পেয়ে যাবেন।
২. শর্ট ভিডিও মনিটাইজেশন।
এটাতে কোন শর্ত ফেসবুক প্রকাশ করেনি। আপনি শর্ট আপলোড করলে ফেসবুক তাদের ইচ্ছা মতো মনিটাইজেশন দেবে।
এভাবে ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে।