কোনো চলমান বস্তুর শক্তি
হলো যান্ত্রিক শক্তি।
অর্থাৎ, চলতে পারে এমন
বস্তুর শক্তিকে যান্ত্রিক
শক্তি বলে। এছাড়া,
নিজের শক্তি দিয়ে অন্য
জিনিসকে চলাতে পারে
তার শক্তিকেও যান্ত্রিক
শক্তি বলে। কেন বায়ুকে
যান্ত্রিক শক্তি বলা হয়?
আমরা জেনেছি চলমান
বস্তুর শক্তি বা কোন কিছু
চলাতে পারে এমন বস্তুর
শক্তিকে যান্ত্রিক শক্তি
বলে। তাই বায়ুও একটি
যান্ত্রিক শক্তি, কারণ
এটি বায়ুকল চালাতে
পারে, বায়ুর মাধ্যমে পাল
তোলা নৌকা চলে।