কৃষিক্ষেত্রে মুরগি পালন করে অনেক মানুষ লাভবান হচ্ছে। অনেকে মুরগি ও ডিম বিক্রি করার জন্য মুরগি পালন করে, অনেকে মুরগি খাওয়ার জন্য পালন করে। মিশরীয় ফাওমি মুরগি বেশি ডিম পাড়ে। অনেক মানুষ ডিমের জন্য এই মুরগি পালন করে যাচ্ছে। আমার মতে, মুরগি ছেড়ে পালন করলে বেশি ডিম দেয়। কারণ এতে তারা ঘাস ও কেঁচোসহ বিভিন্ন শাক,পোকামাকড় খেতে পারে। এতে ওদের পুষ্টি হয়। আর অনেক মুরগি নিজের ডিম খেয়ে ফেলে, এ জন্য ওদের ডিমের খোসা খাওয়ান।