মানুষের সুস্থ্য থাকতে ও হাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নখ কাটা কেন জরুরি। নখ কাঁটার মাধ্যমে কীভাবে স্বাস্থ্য ভালো থাকে? নখ কাঁটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নখ না কাঁটলে নখে থাকা জীবাণু খাদ্যের মাধ্যমে আমাদের পেটে যায়। এটে পেট খারাপ হয়। বার বার টয়লেটে যাওয়ার দরকার হয়। এতে মানুষ খুব অসুস্থ্য হয়ে যায়। আপনি নেইল কাটার অথবা স্বার্প ব্লেড দিয়ে নখ কাঁটতে পারেন