আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য 1952 সালের একুশে ফেব্রুয়ারি ছাত্ররা মিছিলে ঝাঁপিয়ে পড়ে। এই তীব্র মিছিলে পুলিশ গুলি চালায়। এতে অনেকে শহিদ হন। তাঁদের প্রাণের বিনিময়ে তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক মানুষ যুদ্ধ করতে গিয়ে শহিদ হন। দেশ স্বাধীন হওয়ার ২দিন আগে পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁদের আত্মত্যাগ এদেশের মানুষ কখনো ভুলবে না। প্রতিবছর 21শে ফেব্রুয়ারি,26শে মার্চ,14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমরা তাঁদের নিয়ে কবিতা, গল্প ও গান লিখে তাদের স্বরণ করতে পারি।