বর্তমানে গণিত এমন একটি বিষয় যা সকলের জানা জরুরি। যারা পড়ালেখা করি তারা যাতে পরিক্ষায় ভালো ফল করতে পারি এ জন্য সকল বিষয় পড়তে হয়। ইংরেজির পড়েই কঠিন বিষয় হচ্ছে গণিত। আমরা অনেকে সব বিষয়ে ১০০ পেলেও গণিতে অনেক কম পাই। এ জন্য গণিত শেখা আমাদের জরুরি। কীভাবে গণিতে পারদর্শী হবেন? নিচে গণিতে পারদর্শী হওয়ার কিছু উপায় উল্লেখ করা হলোঃ
১. গণিতের সূত্র ভালো করে পড়ুন।
২. যে অংকটি কঠিন মনে করছেন ওটা ভালো করে দেখুন। দেখুন ওটা কী সূত্র ব্যবহার করে করা হয়েছে।
৩. যে অংকটি আপনি পারেন না, গাইড দেখেও বুঝতে পারছেন না তাহলে photomath অ্যাপ ব্যবহার করুন। ওখানে ভালো করে বুঝিয়ে দেয়া হবে।