SEO এর পূর্ণরূপ হলো:- Search Engine Optimization.
এটির মাধ্যমে আমরা যখন সার্চ ইঞ্জিনে কোন কিছু সার্চ করি তখন তারা আমাদের কাঙ্খিত ওয়েবপেজকে আমাদের সামনে নিয়ে আসে।
যে ওয়েবসাইটের এসইও যত ভালো সেটা সার্চ লিস্টের সবার উপরে থাকবে।
SEO মুলত একটা অ্যালগরিদম। এটা সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানায়। এবং ওয়েবসাইটকে ইউজারদের প্রয়োজন অনুযায়ী প্রকাশ করে।
সেই জন্য আমরা যখন কোন কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন এসইও করা পেজগুলোই আমরা সবার উপরে দেখতে পায়।