কিছুদিন আগেই ওয়াটসঅ্যাপে নতুন ফিচার এসেছিল | একটি অ্যাকাউন্ট সর্বোচ্চ ৫টি ডিভাইসে লগ ইন করা যাবে | কিন্তু আজই আসল নতুন খবর | ফিচারটি হলো একটি অ্যাপে রাখা যাবে একাধিক ওয়াটসঅ্যাপ একাউন্ট | একসাথে দুটি একাউন্ট ব্যবহার করা যাবে | একটি একাউন্ট থেকে অন্য একাউন্টে প্রবেশ করতে সুইচ অপশন থাকবে | এমনই একটি ফিচারের পূর্বনোটিশ দিয়েছে ওয়াটসঅ্যাপের বর্তমান মালিক মার্ক জাকারবার্গ | তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফিচারটি সম্পর্কে জানিয়েছেন |