কৃষিতে জলোচ্ছ্বাসজনিত সমস্যা নানাবিধ | জলোচ্ছ্বাস ও ঝড়ের কারণে গবাদিপশু মারা যায় | গো খাদ্য এবং পশু খাদ্যের অভাব দেখা যায় | সৎকারের অভাবে মৃত পশুপাখি পরিবেশ দূষিত করে | এছাড়া জলোচ্ছ্বাসকবলিত এলাকার পানি দূষিত হয় | ফলে পানিবাহিত নানা জীবাণুর সক্রমণের কারণে নানা রোগের সম্মুখীন হয় সাধারণ মানুষ | গবাদিপশুসমূহ উদরাময় ও পেটের বিভিন্ন রোগে আক্রান্ত হয় |