পুকুরের পানিতে অক্সিজেনের অভাব দেখা দিলে মাছ মারা যায় | মাছ পানির উপরের অংশে চলে আসে | তাই পুকুরের পানির অক্সিজেনের অভাব দূর করা একান্ত কর্তব্য | পুকুরের পানির অভাব দেখা দিলে পুকুরের উপরের অংশের পানি ও নিচের অংশের পানির মিশ্রণ ঘটাতে হবে | এজন্য সাঁতারে পারদর্শী শিশু বা কিশোরদেরকে দিয়ে পুকুরে সাঁতার কাটিয়ে নেওয়া যেতে পারে | তবে সেটা সম্ভব না হলে বাঁশ দিয়ে পানিতে আঘাত করতে হবে | পুকুরের পানির নবায়ন করতে হবে | কাঁদা অপসারণের মাধ্যমেও পানির অক্সিজেনের অভাব পূরণ করা যায় |