সাধারণত গাছের পাতা নাইট্রোজেন এর অভাব হলে হলুদ হয়ে যায়। ক্লোরোফিল এর অভাব হলে পাতা হলুদ হয়ে যায়। ক্লোরোফিলের অভাবে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। নাইট্রোজেন ছাড়াও লৌহ, ম্যাঙ্গানিজ, বা দস্তার অভাব হলে ও ক্লোরোসিস হয়।
এই সমস্যার সমাধানের জন্য নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করতে হবে। এর মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করা ভালো।