আসলে উত্তর টা বলতে গেলে এক দিক থেকে হ্যা আবার অন্য দিক থেকে না। অর্থাৎ আপনি যদি আপনার adsense অ্যাকাউন্টে অটো এডস্ সিলেক্ট করে রাখেন এবং আর কোন অ্যাডস্ ম্যানুয়াল ভাবে অন না করে থাকেন তাহলে আপনি অ্যাডসেন্সের অটো এডস অফ করলে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এড দেখানো বন্ধ হয়ে যাবে।
কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে ম্যানুয়াল ভাবে কোন জায়গায় এড বসিয়ে থাকেন তাহলে সেটা দর্শকদের কাছে প্রদর্শিত হবে।
ম্যানুয়াল এডস কি? এটা কত ধরণের?
ম্যানুয়াল এডস বলতে বোঝায় যে আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ মতো নিজের ইচ্ছা অনুযায়ী দর্শককে এড দেখাতে পারবেন। এটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন।
ম্যানুয়াল এডস সাধারণত চার ধরণের হয়ে থাকে। সেগুলো হলো:-
★Display Ads
★ In-feed ads
★ In-article ads
★ Multiplex ads
সাধারণত এই চার ধরনের এডস আপনি আপনার নিজের মতো করে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে বসাতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি অটো এডস অপশনটিও বন্ধ ❎ করে দেন তাহলেও এই চারধরণের এড আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে প্রদর্শন হবে।