যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে যেমন আমাদেরকে মৌমাছি কামড় দিলে আমরা সেখানে কলিচুন ব্যবহার করি মৌমাছির কামড়ের ফলে আমাদের শরীরে মৌমাছি একপ্রকার এসিড ফেলে দেয় আর কলিচুন একপ্রকার ক্ষার সেজন্য দুটি প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে সেজন্য আমরা ব্যথা থেকে মুক্তি পায়