দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রাকে সেলসিয়াস (°C) এবং ফারেনহাইট (°F) এককে পরিমাপ করে থাকে। যেমন : খুব গরম পড়লে আমরা মানুষের কাছে প্রশ্ন করি যে " আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? " আবার কারো জ্বর হলে বলি যে " তার ১০৩ °F জ্বর হয়েছে।"
কিন্তু আন্তর্জাতিক ভাবে তাপমাত্রাকে সেলসিয়াস বা ফারেনহাইট এককে প্রকাশ করা হয় না। আন্তর্জাতিকভাবে কোন কিছু তিনটি পদ্ধতি বা এককে প্রকাশ করা হয়। সেগুলো হলো SI একক, CGS একক , এবং L.atm একক।
এগুলাতে প্রকাশ করা হয় সব কিছু। এটি আন্তর্জাতিক ভাবে স্বকৃীত। আর তাপমাত্রা এই তিন এককেই কেলভিন (°K) এককে প্রকাশ করা হয়।
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা কেলভিন এককে প্রকাশ করা হয়।
১° C তাপমাত্রা সমান ২৭৩° K.