বাংলাদেশে নয় মাস মুক্তিযুদ্ধ চলে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রায় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যুদ্ধ চলাকালীন সময়ে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। কিরে তিন লাখ মা-বোন ধর্ষিত হয় । এই ধর্ষিত মা-বোনদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন পরে ,এটি পরে এটি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা উপাধিতে ভূষিত করেন ।